• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

চার জুয়াড়ি আটক


ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২২, ১২:০২ পিএম
চার জুয়াড়ি আটক

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় জুয়া খেলার সময় চার জুয়াড়িকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় উপজেলার ৯ নম্বর সেনগাঁও ইউনিয়নের দক্ষিণ আগ্রা গ্রামের গজেন্দ্র নাথ রায়ের বাড়ির আঙিনা থেকে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, টাকার বিনিময়ে তাস দিয়ে জুয়া খেলার অপরাধে তাদের আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১ সেট তাস, ৩ হাজার ১০০ টাকা, একটি মোটরসাইকেল, ৩টি বাইসাইকেল, ৪টি মোবাইল ফোন জব্দ করা হয়।

আটকরা হলেন মো. নায়েব আলী (৪২), মো. শামসুল হক (৩৬) মো. আইয়ুব আলী (৩২) ও মো. শরীফুল ইসলাম (৩৫)।

পীরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই‌) মো. কামাল হোসেন বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে ও আরও চার-পাঁচজনের নাম অজ্ঞাত রেখে একটি মামলা করেন।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম ‌বলেন, “আমরা তাদের জুয়া খেলার সময় হাতেনাতে আটক করেছি। তাদের বিরুদ্ধে  প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।”
 

Link copied!