ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় জুয়া খেলার সময় চার জুয়াড়িকে আটক করেছে পুলিশ।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় উপজেলার ৯ নম্বর সেনগাঁও ইউনিয়নের দক্ষিণ আগ্রা গ্রামের গজেন্দ্র নাথ রায়ের বাড়ির আঙিনা থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, টাকার বিনিময়ে তাস দিয়ে জুয়া খেলার অপরাধে তাদের আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১ সেট তাস, ৩ হাজার ১০০ টাকা, একটি মোটরসাইকেল, ৩টি বাইসাইকেল, ৪টি মোবাইল ফোন জব্দ করা হয়।
আটকরা হলেন মো. নায়েব আলী (৪২), মো. শামসুল হক (৩৬) মো. আইয়ুব আলী (৩২) ও মো. শরীফুল ইসলাম (৩৫)।
পীরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. কামাল হোসেন বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে ও আরও চার-পাঁচজনের নাম অজ্ঞাত রেখে একটি মামলা করেন।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম বলেন, “আমরা তাদের জুয়া খেলার সময় হাতেনাতে আটক করেছি। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।”